• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন                    সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ                    খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে,সাপ্তাহিক হাটে উপস্থিতি কম                    খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলছে,এখনো থমথমে অবস্থা                    অনাকাংখিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি                    পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ                    মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ                    খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংস ঘটনার তদন্ড শুরু করেছেন তদন্ড কমিটি                    খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন                    খাগড়াছড়ির ৭২ ঘন্টা সড়ক অবরোধ পালিত,সাজেকের আটকে পড়া পর্যটকরা ফিরবেন আজ                    সড়ক অবরোধের দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক                    আগামীতে যেন আর ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সজাগ থাকতে হবে-হাসান আরিফ                    শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধের প্রথমদিন চলছেনা দুরপাল্লার গাড়ি                    দীঘিনালায় সহিংস ঘটনায় নিহত ৩, আহত ১০                    দীঘিনালায় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া,বাজারে আগুনে পুড়েছে অর্ধ শতাধিক দোকানপাট                    
 
ads

যুব সমাজের সাথে মতবিনিময় সভায় আদিবাসী নেতৃবৃন্দ
সরকার রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন নামে সংকট সৃষ্টি ও জাতিগত নির্মূলীকরনের ষড়যন্ত্র করছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2014   Saturday

আদিবাসী নেতৃবৃন্দ বলেছেন,সরকার তিন পার্বত্য জেলায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে প্রয়োজনীয় শিক্ষক ও অবকাঠামো উন্নয়ন না করে নতুন সংকট সৃষ্টি করতে এবং আদিবাসীদের জাতিগত নির্মূলীকরণের হাতিয়ার হিসেবে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের ষড়যন্ত্র চালাচ্ছে। এমনকি সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদসহ স্থানীয় নেতৃবৃন্দের কোন মতামত গ্রহন করেনি। ফলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে নৈতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় জনসাধারন তা গ্রহন করেনি।

নেতৃবৃন্দ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন স্থগিতের দাবী জানান।

শনিবার রাঙামাটির আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সন্মেলন কক্ষে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন সংক্রান্ত বিষয়ে যুব সমাজের সাথে মতবিনিময়ে আদিবাসী নেতৃবৃন্দ মন্তব্য করেছেন।

বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখা ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির উদোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্যানেল আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক  মঙ্গল কুমার চাকমা ও  শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী। মুল প্রবন্ধ পাঠ করেন আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। সভায় আদিবাসী যুব সমাজের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

আদিবাসী নেতা শক্তিপদ ত্রিপুরা ৫ পৃষ্ঠার মূল প্রবন্ধে বলেন, বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ স্থাপনসহ সকল উন্নয়ন প্রকল্প গ্রহন ও পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত আইন প্রনয়নের ক্ষেত্রে আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদ ও প্রথাগত নেতৃত্বের সাথে আলোচনা ও পরামর্শ গ্রহন, পাহাড়ী ছাত্র-ছাত্রী তথা পাহাড়ী জনগণ যাতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের সুফল পেতে পারে সেজন্য এই দুটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পূর্বে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখা, পার্বত্য চট্টগ্রামের স্থায়ীত্বশীল উন্নয়ন শান্তি প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পুর্নরুপে বাস্তবায়ন করা।

প্রবন্ধের শেষের দিকে বলা হয় সরকার যদি আদিবাসী পাহাড়ীদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং গণতান্ত্রিক মুল্যবোধকে ভুলুণ্ঠিত করে জোর করে পার্বত্য চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চায় সে ক্ষেত্রে জুম্ম জনগনের পক্ষ থেকে যে কোন মূল্যর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ