তিন দিনের টানা বর্ষনে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১১শ পরিবার পানি বন্দি হয়ে পড়েছেন। পানি বেড়ে গিয়ে খাগড়াছড়ি বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে ।
জানা গেছে, তিনদিন টানা বর্ষনে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পায়। এতে জেলার বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১১শ পরিবার পানি বন্দি হয়ে পড়েছেন। এলাকাগুলো হল মুসলিমপাড়া, আরামবাগ,মহাজন পাড়া,মাষ্টারপাড়া, গঞ্জপাড়া, গোলাবাড়ী, বটতলী, দক্ষিণ গোলাবাড়ী,রাজবাড়ী এলাকা, খবংপুরিয়া,স্বর্নিবর,পেরাছড়া,জামতলী,আনন্দনগরসহ কয়েকটি এলাকা। তবে পানি বন্দি লোকজনদের মধ্যে বিভিন্ন আশ্রয় স্থলে ও তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে দেখা গেছে ।
এদিকে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা প্লাবিত এলাকা পরির্দশন করেছেন । পরিদর্শনকালে তারা পানিবন্দি লোকজনদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন । এসময় তারা শুকনা খাবার ও প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার আশ্বাস দেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.