“সাগর নদী সকল জলে-মাছ চাষে সোনা ফলে” এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পালিত হয়েছে। র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, রাঙামাটি সংসদ সদস্যর প্রতিনিধি মায়া চান চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী পিপিএম, যক্ষা বাজার সেনা ক্যাম্প অধিনায়ক মোঃ বাবলু, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা চেয়াম্যানগন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাছিম হায়দার, মৎস্য কর্মকর্তা দীপন চাকমা সহ সরকারী-বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করে যক্ষা বাজার, থানা সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন,বর্তমান সরকার জেলেদের কর্মসংস্থানের লক্ষে বিভিন্ন কর্মসূূচী হাতে নিয়েছে। তার মধ্যে কিছু কর্মসূচী ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।
তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় অর্থনৈতিক উন্নয়নে সরকার কোটি কোটি টাকার ব্যায়ে পাহাড়ী ঘোনায় ছোট ছোট ছোট বাধঁ নির্মাণে কাজ চালিয়ে যাচ্ছে। এ সব বাধেঁ যথাযথ ভাবে মৎস্য চাষ করা সম্ভব হলে পার্বত্য এলাকা অর্থনৈতিক ভাবে আর পিছিয়ে থাকবেনা। পার্বত্য এলাকার মাছ বিদেশে রপ্তনীর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে নেওয়া সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.