আটক দু ব্যক্তির নি:শর্ত মুক্তির দাবিতে সোমবার কুতুকছড়ি বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার জনগণ এবং স্থানীয় ব্যবসায়ীরা।
মানববন্ধন কর্মসূচি থেকে মানববন্ধন থেকে আটক দুই ব্যক্তির মুক্তির দাবীতে মঙ্গলবার সকালে কুতুকছড়িতে সংবাদ সম্মেলন এবং বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলপি প্রদানের কর্মসূচি ঘোষনা দেয়া হয়েছে।
কতুকছড়ি বাজারের সামনেসোমবার বিকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এলাকার জনগণ এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।
কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি অক্ষয় চাকমা বলেন, ২৪ ঘন্টার মধ্যে আটক দু’ব্যক্তিকে নি:শর্ত মুক্তি না দিলে মঙ্গলবার সংবাদ সম্মেলন এবং বুধবার প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হবে।
কুতুকছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আনন্দ মণি চাকমা বলেন, ষড়যন্ত্রমুলকভাবে ওই দু’জনকে আটক করা হয়েছে। মানব জ্যোতি চাকমা একজন নিরীহ ও সাধারণ দোকানদার এবং বিনিময় চাকমা নিরীহ গ্রামবাসী। মূলত প্রমোশন বাড়াতে ওই দু’জনকে আটক করে তাদের বিরুদ্ধে হয়রানিমুলক মামলা দেয়া হয়েছে। এলাকার জনগণ তা কখনও মেনে নেবে না। তিনি অবিলম্বে আটক দু’ব্যক্তিকে নি:শর্ত মুক্তির দাবি জানান।
উল্লেখ্য,রোববার রাঙামাটির উপজেলা সদরের কুতুকছড়ির হাফ বাজারে ২৬ রাউন্ড গুলিসহ মানব জ্যোতি চাকমা ও বিনিময় চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের বিরুদ্ধে কতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.