বান্দরবানে বুধবার শিশু ও নারী উন্নয়ন শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে বান্দরবানে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম(৪র্থ পর্যায়)শীর্ষক কর্মসূচীর”আওতায় ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। বান্দরবান জেলা তথ্য অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.এইচ এম ইকবাল হোসেন,বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা সংগঠক ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি।
কর্মশালায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় গুরু,বিদ্যালয়ের প্রধান,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ও এনজিও কর্মীরা অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.