ভারত প্রত্যাগত উপজাতীয় প্রত্যাবাসন ও পূর্নবাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্তু নির্দিষ্টকরণ পূর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব(এপিএস) হিসেবে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে এ্যাডভোকেট হেমন্ত ত্রিপুরাকে।
৪ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রালয়ের উপসচিব সেবাষ্টিন রেমার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ভারত প্রত্যাগত উপজাতীয় প্রত্যাবাসন ও পূর্নবাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্তু নির্দিষ্টকরণ পূর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) যতীন্দ্র লাল ত্রিপুরার অভিপ্রায় অনুযায়ী এ্যাডভোকেট হেমন্ত ত্রিপুরাকে তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে যতীন্দ্র লাল ত্রিপুরা যতদিন থাকবেন অথবা এ্যাডভোকেট হেমন্ত ত্রিপুরাকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষন করবেন ততদিন পর্ষন্ত এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
উল্লেখ্য, এর আগে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্ষন্ত এ্যাডভোকেট হেমন্ত ত্রিপুরা টাস্কফোর্স চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ্যাডভোকেট হেমন্ত ত্রিপুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স)সহ এলএলএম ডিগ্রী অর্জন ছাড়াও ইতালী ও অস্ট্রেলিয়া থেকে আইন ও মানবধিকার বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন লাভ করেছেন।
এছাড়াও ,এ্যাডভোকেট হেমন্ত ত্রিপুরা ১৯৮৮ সালে শেখ রাসেল স্মৃতি সংসদ রামগড় শাখার সাধারন সম্পাদক, ১০৮৯-৯০ সালে বাংলাদেশ ছাত্রলীগের(সুলতান-রহমান) রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় শাখার সাধারন সম্পাদক, ১৯৯০-৯২ সালে ছাত্রলীগের(হাবিব-অসীম) রামগড় ডিগ্রী কলেজ শাখার সাধারন সম্পাদক, ১৯৯৪-২০০০সালে ছাত্রলীগের(শামীম-পান্না)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নির্বাহী সদস্য, ২০০০-২০০১ সালে ছাত্রলীগের(বাহাদুর-অজয়) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি. ২০০৩-২০০৮ সালে আওয়ামী আইনজীবি পরিষদের(শাহারা খাতুন-আব্দুল্লাহ আবু) সমাজ কল্যাণ বিষয়ে সাধারন সম্পাদক, ২০০৭-২০০৮ সালে খাগড়াছড়ি বার এসোসিয়েশনের নির্বাহী সদস্যর দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে রাষ্ট্রীয় অতিথি হয়ে ভারত সফর করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.