বান্দরবানের লামা উপজেলায় মঙ্গলবার বাংলাদেশ নৃ-ভাষাবৈজ্ঞানিক সমীক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লামা উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে সাংস্কৃতিক ঐতিহ্য ও কমিউনিটি ম্যাপিং আয়োজনে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি। এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা মাতামুহুরী কলেজের প্রভাষক অংথিং মার্মা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মোস্তফা জামাল, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পোপা মৌজা হেডম্যান যোহন ¤্রাে, ইয়াংছা মৌজার হেডম্যান নিমং মার্মাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।
কর্মশালায় বলা হয়, দেশের বিভিন্ন নৃ-গোষ্ঠী এবং তাদের জীবন ধারার নৃভাষাবৈজ্ঞানিক বৃত্তান্ত প্রস্তÍত, ভাষা সমুহের পরিচয়, সেগুলো লিখন-ব্যবস্থাসহ প্রয়োজনীয় উপাত্তসমুহের বিবরণ প্রস্তÍুতের মাধ্যমে সরকারের নৃ-গোষ্ঠী গুলির মাতৃভাষায় শিক্ষাক্রম প্রণয়ন ও শিক্ষাদান কার্যক্রম বাস্তবায়ন সহায়তা করা, চিত্রায়ণের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক মানচিত্র প্রস্তÍত, স্বল্প পরিসরে দেশের সাংস্কৃতিক সম্পদের পরিচিতি ও উপস্থাপন করা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.