শনিবার খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টর উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষে ইকোনমিক সিকিউরিটি (ইকোসেক) প্রকল্পভুক্তদের মাঝে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ১’শ ৫৬ জনের মাঝে ১০ হাজার টাকা করে ১৫ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জেলা ইউনিটের উদ্যোগে শিল্পকলা একাডেমী হলে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ জাহেদুল আলম প্রধান অতিথির বক্তৃতা করেন।
ইউনিটের সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলমের স্বাগত বক্তব্য দিয়ে সূচিত এবং ভাইস-চেয়ারম্যান সাংবাদিক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোল্যা মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্ঠা কমিটির সদস্য নুরনবী চৌধুরী এবং প্রকল্প পরিচালক নাজমুল আজম খান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.