বিলাইছড়ি থেকে রাঙামাটি সদর ও কাপ্তাইয়ের নৌ রুটে শিক্ষার্থীরা অর্ধেক বোট ভাড়ায় যাতায়াত করতে পারবে।
বিলাইছড়ির বিভিন্ন বিদ্যালয় ও কলেজের অধ্যাযনরত শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে বুধবার আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জামশেদ আলম রানা।
ইউএনও কার্যালয়ে আয়োজিত সভায় সাধারণ শিক্ষার্থী ছাড়াও লাইনম্যান ও রাঙাটির নৌ রুটের বোট চালকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ইউএনও’র মধ্যস্থতায় উপস্থিত সবাইয়ের সম্মতিক্রমে রাঙামাটি সদর ও কাপ্তাইয়ের নৌ রুটে শিক্ষার্থীদের বোট ভাড়া অর্ধেক নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা ইউএনও’র এ যোগোপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে এ সুবিধা শুধু বিলাইছড়ি উপজেলা থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাবে। এজন্য প্রমাণ হিসেবে তাদেরকে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
এছাড়া সাধারণ শিক্ষার্থীরা বিলাইছড়ি উপজেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বেশ কিছু দাবীনামা লিখিত আকারে ইউএন’র কাছে পেশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল, বিলাইছড়ি উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের দূর্নীতির অভিযোগের যথাযথ তদারকি করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও বিলাইছড়ি কলেজে শিক্ষকের শূণ্য পদ দ্রুত পূরণ করা, নিয়োগের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া। বিদ্যালয়ে শিক্ষার সুস্হ পরিবেশ গড়ে তোলা এবং ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা। স্কুল ও কলেজে লাইব্রেরী সুবিধা নিশ্চিত করা। ক্লাস রুমে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করা। শিক্ষার্থীদের খেলাধূলায় মনোনিবেশ ও পর্যাপ্ত পরিচর্যা ও সুযোগ সুবিধা প্রদান করা। বিলাইছড়ি উপজেলা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর উচ্চ শিক্ষায় ভর্তি বিষয়ক সেমিনারের আয়োজনের ব্যবস্থা করা এবং প্রশাসনের সকল প্রকার সহযোগিতা নিশ্চিত করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব স্ব মাতৃভাষা পাঠদান নিশ্চিত করণের লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ ও তদারকি নিশ্চিত করাসহ অনেকগুলো দাবি পেশ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, সাধারণ শিক্ষার্থীসহ রাঙামাটি ও কাপ্তাইয়ের নৌ রুটের সংশ্লিষ্ঠদের নিয়ে তার কার্য়ালয়ে আলোচনা করে শিক্ষার্থীদের সুবিধার্থে অর্ধেক ভাড়া নির্ধারন করেছেন। এতে করে শিক্ষার্থীদেরকে প্রমাণ হিসেবে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। তিনি আরও বলেন, এসময় শিক্ষার্থীরা শিক্ষা সম্পর্কিত আরো কিছু দাবীনামা পেশ করেছে। যেগুলোর বেশ কয়েকটি তিনি যোগদান করার পর বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.