রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের(রাবিপ্রবি) সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষনা ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিচেনায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্ষন্ত বন্ধ থাকবে। একই সাথে বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.