খাগড়াছড়ির ৭৭০ এতিম শিশু ও অভিভাবকের সামাজিক সুরক্ষা বেষ্টনীতে আনার লক্ষ্যে কাজ করছে ইউনাইটেড পারপাস বাংলাদেশ নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। লক্ষিত জনগোষ্ঠির জন্য শিক্ষা সহায়ক পরিবেশ ও সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে কোভিড-১৯ থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলায় কাজ করবে এই উন্নয়ন সংস্থাটি।
ইউনাইটেড পারপাস এর সহযোগী প্রতিষ্ঠান জাবারাং কল্যান সমিতি ও তৃণমূল উন্নয়ন সংস্থা প্রকল্প দুটি বাস্তবায়ন করছে। মঙ্গলবার সকালে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে দু’টো প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় এই তথ্য জানানো হয়।
প্রকল্প দুটো হলো- ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলং সাকসেস অফ অরফান চিল্ড্রেন ইন বাংলাদেশ (সফল) ও মোবিলাইজিং রুরাল উইমেন ইন্টার প্রিনিউয়ারস ফর কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি ইন বাংলাদেশ (এম-হেল্থ)। সফল প্রকল্পের মাধ্যমে জেলার পানছড়ি, দীঘিনালা ও লক্ষীছড়িতে কাজ করা হবে। অন্যদিকে এম-হেলথ প্রকল্পের মাধ্যমে গুইমারা, মহালছড়ি ও দীঘিনাল উপজেলার ১২টি ইউনিয়নের ১৮ হাজার মানুষ সেবার আওতায় আসবেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী। ইউনাইটেড পারপাসের সিনিয়র এডভাইজার সৌভাগ্য মঙ্গল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভুঞা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ডেপুটি সিভিল সার্জন ডা: মিটন চাকমা।
ইউনাইটেড পারপাস এর প্রকল্প কর্মকর্তা অম্লান চাকমার পরিচালনায় অবহিতকরণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। ‘সফল’ প্রকল্প সম্পর্কে উপস্থাপনা করেন ইউনাইটেড পারপাস বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক নিখিল চাকমা এবং এম-হেলথ প্রকল্প নিয়ে কথা বলেন তৃনমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা।
সভায় বক্তারা বলেন, এতিম শিশু, তাদের পরিবার ও নারীদের সার্বিক উন্নয়নে কাজ করতে গিয়ে সংবেদনশীল মানসিকতা থাকতে হবে। এমন ভালো কার্যক্রম পরিচালনা করার জন্য সকলের সাথে সমন্বয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রকল্প দু’টো জনগণের সবচেয়ে সুবিধা বঞ্চিত প্রান্তিক ও অবহেলিত অংশের মানুষদের জন্য পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন।
কর্মশালায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর প্রধান, হেম্যান-কার্বারি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা অংশ গ্রহন করেন।
---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই