দেশব্যাপী প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশনা অনুযায়ী খালি জায়গায় সবজি, ফল চাষ ও ফুল বাগান করার উদ্যোগ নিয়েছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার  ও বর্তমানে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছের হোসেন।
 
 
এ উদ্যোগের অংশ হিসেবে শনিবার পুলিশ সুপার সুখীনিল গঞ্জের পুলিশ লাইনস শাকসবজি আবাদ ও গাছের চারা রোপন করেন।  এছাড়া জেলা পুলিশ লাইন্স ছাড়াও উপজেলায় সকল থানায়,  পুলিশ ফাঁড়ির খালি জায়গায় সবজি, ফল চাষ, ফুল গাছ লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
 
পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শ দেশের কোথায়ও খালী বা পতিত জায়গা পড়ে  থাকবে না। ফলজ বনজসহ বিভিন্ন  ধরনের  গাছের চারা ও শাকসবজি লাগাতে হবে। তাই জেলা পুলিশের সকল থানা ও ফাঁড়ি গুলোতে বেশীবেশী চাষাবাদে সবাইকে উৎসাহিত হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.