• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
লংগদুতে ঝড়ে নৌকা ডুবে মা ও দু্ই ছেলের মৃত্যু                    বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার                    ইউপিডিএফের অস্ত্রধারীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে-ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক                    খাগড়াছড়ির সহিংসতা ঘটনায় রাঙামাটির এনসিপির নিন্দা ও প্রতিবাদ                    গুইমারায় নিহত ৩জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর,১৪৪ ধারা বলবৎ                    রাঙামাটিতে রাজনৈতিক,ধর্মীয়,সামাজিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়                    খাগড়াছড়ির উদ্ভূতপরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি-বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান-পার্বত্য উপদেষ্টা                    পাহাড়ে ফুটবলে বড় আসর ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    শুক্রবার পর্দা উঠছে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট                    খাগড়াছড়িতে জুম্ম শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত                    বাঘাইছড়িতে প্রসবের পরবর্তী রক্তক্ষরণে এক নবজাতক মায়ের মৃত্যু                    রামগড় স্থলবন্দর প্রকল্পের ভূমি অধিগ্রহণমূল্য কম নির্ধারণে এলাকায় অসন্তোষ                    সাজেকে ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা নতুন করে বেঁচে থাকার আশা জাগিয়েছে                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৮ম সভা অনুষ্ঠিত                    রাঙামাটিতে রাজবন বিহারে মহাপুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত                    পাহাড়ে সহিংসতা ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    সাজেকে পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খুবির এক শিক্ষার্থী নিহত ও আহত ১১                    দুদকের রাঙামাটি জেলা পরিষদে অভিযান                    তিন পার্বত্য জেলা পরিষদে প্রাথমিক শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতি চলছে                    খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য চিকিৎসা ক্যাম্প                    
 
ads

রাঙামাটির দুর্গম বড়থলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

ষ্টাফ রিপোর্টার ও বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার  দুর্গম ৪নং বড়থলি ইউনিয়নে ২নং ওয়ার্ডের সাইজাম পাড়া নামক গ্রামে সন্ত্রাসীদের গুলিতে তিন জন গ্রামবাসী নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন চিতারাম ত্রিপুরা(৬৫), বিশ্ব চন্দ্র ত্রিপুরা(৪৯) ও সুভাষ ত্রিপুরা। বিশ্ব চন্দ্র ও সুভাষ সম্পর্কে পিতা-পুত্র। গেল মঙ্গলবার সন্ধ্যার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাইজাম পাড়ায় এ ঘটনা ঘটেছে।  তবে পুলিশ হত্যাকান্ডের ঘটনাটি নিশ্চিত করতে না পারলেও ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা  বিষযটি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্র জানায়, গেল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল সন্ত্রাসী উপজেলার  বড়থলি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাইজাম পাড়ায় অবস্থান নেয়। সেখানে দুর্বৃত্তরা ওই পাড়ায় বসবাস করা মাত্র তিন পরিবারের ঘর বাড়ীর ওপর লক্ষ্য করে অতর্কিতে এলোপাতাড়ি গুলিবর্ষন করে। এতে ঘটনাস্থলে চিতারাম ত্রিপুরা, বিশ্ব চন্দ্র ত্রিপুরা ও সুভাষ ত্রিপুরা নিহত হন। বিশ্ব চন্দ্র ও সুভাষ সম্পর্কের পিতা-পুত্র। এছাড়া দুর্বৃত্তদের গুলিতে অন্তত পক্ষে শিশু ও নারীসহ ৫ আহত হয়েছে। তবে আহতদের নাম জানা যায়নি।  পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। অপর একটি সূত্র মতে, ঘটনাটি যে এলাকায় ঘটেছে সেখানে তিনটি পরিবার রয়েছে। সন্ত্রাসীদের ধারণা হয়ত, ওই তিনটি পরিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) সহায়তা করে থাকে। যে কারণেই গ্রামবাসীকে হত্যা করা হয় বলে ধারণা  করছে সূত্রটি।


এদিকে,  কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট  (কেএনএফ)এর তাদের এক ফেইসবুক পেইজে  তথ্য বিভাগের প্রধান সালোমন দাবী করেছেন , কেএনএফ-এর স্পেশ্যাল কমান্ডো ফোর্স হেড-হান্টার টিম  জনসংহতি সমিতির সশস্ত্র শাখা জেএলএ(জুম্ম লিবারেশন আর্মি) এর  সাইজাম বেসমেন্ট ক্যাম্পে সফলভাবে হামলা চালিয়েছে। এতে জেএলএ  বাহিনীর ৩ জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।এসময় জেএলএ এর এলোপাতাড়ি গুলিতে এক শিশু আহত হয় বলে দাবী করেছেন। 

   
বথতলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা জানান, গেল`মঙ্গলবার সন্ধ্যার দিকে ইউনিয়নের সাইজাম পাড়ায় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। দুর্গম গ্রামের এই পাড়াটিতে তিনটি পরিবার বসবাস করে আসছেন। তারা সকলেই ত্রিপুরা জনগোষ্ঠীর। গতকাল সন্ধ্যার দিকে `কুকি চীন` পার্টি তাদের ওপর হামলা করে এবং হামলায় তিনজন নিহত হন।


তিনি আরো বলেন, এর আগেও মে মাসের দিকে ওই পাড়ায় হামলার ঘটনা ঘটেছে। তখন হতাহতের খবর না পেলেই এবার তিনজন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে `কুকি চীন পার্টি`র লোকজন পাড়াবাসীকে গুলি করেছে। তিনজন মারা গেছে।


রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, `হতাহতের ঘটনা শুনেছি। তবে সত্য মিথ্যা এখনো নিশ্চিত না। দুর্গম এলাকা সেখানে পৌঁছানো কঠিন, তদন্ত চলছে।`


উল্লেখ্য, জেলার বিলাইছড়ি উপজেলার সবচেয়ে দুর্গম এই ইউনিয়নটি। রাঙামাটি-বান্দরবানের সীমান্তবর্তী এই ইউনিয়নটির মানুষ যাতায়াত করে থাকে বান্দরবানের রুমা উপজেলা হয়ে। রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় যেতে হলে পায়ে হেটে যেতে হয়। এতে সময় লাগে  দুই থেকে তিন দিন সময় লাগে। এছাড়া যোগাযোগের মোবাইল নেটওয়ার্কের সুবিধা নেই ওই এলাকায়।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ