পাহাড়ের শান্তি প্রতিষ্ঠিত হলেই দূর্গম উপজেলার উন্নয়নের ছোঁয়া পৌছাতে সময় লাগবে না বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, পাহাড়ের দরিদ্র মানুষের পাশে থাকার যে প্রত্যয় আওয়ামী লীগ নিয়েছে তা অরে অরে পালন করে যাচ্ছে।
রোববার রাঙামাটির দূর্গম জুরাছড়ি উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘর বিতরণ, অসহায় ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের মাঝে নগদ বিতরণকালে তিনি এ কথা বলেন।
সমাজ সেবা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আত্ম-সামাজিক উন্নয়নে প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ। এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, জেলা সমাজসেবা উপপরিচালক মোঃ ওমর ফারুক, জেলা পরিষদের সাবেক সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে উপকারভোগীদের মাঝে ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের মাঝে নগদ অর্থ, শিা উপকরণ, সুতা, সোলার, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.