রোববার রাঙামাটিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সিপিবি রাঙামাটি জেলা কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমীর কান্তি দে। বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সহকারী সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত, সদস্য কমল দে, জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাস ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত রনি। সভার সঞ্চালনা ও কমিউনিস্ট পার্টির দ্বাদশ কংগ্রেস উত্তর রিপোর্ট পেশ করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর।
সভায় সিপিবির নেতারা ‘আজ আমরা এমন এক সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি পালন করছি; যখন মানুষের দেওয়ালে পিট ঠেকে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেকার সমস্যা, ভোটাধিকার খর্ব, নিরাপত্তাহীনতা নানা মাত্রিকভাবে মানুষ আজ অধিকার বঞ্চিত ও বঞ্ছনার শিকার। অথচ সরকার মানুষকে উন্নয়নের বাণী শুনিয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তো মানুষ মারার উন্নয়ন চান না। তারা খেযে-পরে বাঁচতে জান। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য লড়াই, সংগ্রামের বিকল্প নেই। রাজপথই আমাদের অধিকার রায় অগ্রসর করবে।’
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.