শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা কার্যক্রমকে স্বাভাবিক রাখার জন্য বৃহস্পতিবার থেকে রাঙামাটির কাপ্তাই্সেউপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচী শুরু করা হয়েছে ।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ আহামেদ চৌধুরী, করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচী আগামী ৩ দিন চলবে এবং কাপ্তাইয়ে মোট ৪ হাজার ১শ` ৪৩ জন শিক্ষার্থীকে ফাইজারের এই টিকা দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.