• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    ইইউ’র অর্থায়নে বিলাইছড়িতে নগদ অর্থ সহায়তা পেল ১৭৯ পরিবার                    ৮৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু                    রাঙামাটিতে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান                    রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু                    চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে নিজস্ব লিপিতেই প্রকাশের দাবি ২৪ বিশিষ্ট নাগরিকের                    বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু                    রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ                    জুরাছড়ি বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    রাঙামাটি জেলা পরিষদের সদস্য দুমদুম্যায় কমিউনিটি ক্লিনিক পরির্দশন                    খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১০                    
 
ads

রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2025   Friday

দেশ-বিশ্বে শান্তি ও মঙ্গল কামনা করে আর লাখো পূর্নার্থীদের সাধু সাধু সাধ উচ্চারণের মধ্য দিয়ে ২৪ ঘন্টার মধ্য তৈরীকৃত চীবর ভিক্ষু সংঘের উদ্দেশ্য দানের মাধ্যমে শুক্রবার সমাপ্তি ঘটেছে দুদিন ব্যাপী রাঙামাটির রাজ বন বিহারের ৪৯তম কঠিন চীবর দানোৎসব।
রাজবন বিহার মাঠে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাজ বন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, উপ সংঘরাজ ও পাহাড়তলী মহামনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মপ্রিয় মহাথেরসহ অন্যান্য ধর্মীয় গুরুরা। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা প্রশাসক মোহামম্মদ হাবিব উল্লাহসহ অন্যরা। এর আগে আগে ভিক্ষু সংঘের কাছ থেকে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, বুদ্ধ মুর্তি দান অষ্টপরিস্কার দানসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এরপর ২৪ ঘন্টার মধ্য তৈরীকৃত চীবর ভিক্ষু সংঘের উদ্দেশ্য হস্তান্তর করা হয়। এতে রাজ বনবিহারের পক্ষ থেকে ভিক্ষু সংঘের হাতে চীবর তুলে দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চীবর তুলে দেন দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান। ধর্মীয় অনুষ্ঠানে লক্ষাাধিক বৌদ্ধ নর-নারীর সাধু সাধু সাধু ধনীতে মুখরিত করে তোলে বিহার প্রাঙ্গন। এ উৎসবকে ঘিরে বন বিহার এলাকায় পূনার্থীদের কানায় কানায় ভরে উঠে। লাখো মানুষের ধর্মীয় মিলন মেলায় পরিণত হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে রাজ বন বিহারের পাশে ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সূতা বের করে রঙকরণ কাপড় বুননের বেইন ঘর ও চরকরায় সূতা কাটা উদ্বোধন করা হয়।
রাজ বন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির পৃথিবী থেকে দুঃখ, গøানিবোধ মুছে ফেলার মাধ্যমে মানব হিতার্থে জীবনযাপনের হিতোপদেশ দিয়ে বলেন,একে অন্যকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে হবে। জীবকে ভালোবাসতে হবে। তবেই ভগবান বুদ্ধের দর্শন লাভ সহজ হবে। পাশাপাশি কৌশল কর্ম, সৎ চেতনা ও সৎ জীবন নিয়ে জীবনযাপনের পাশাপাশি মৈত্রী, দানশীল ভাবনা ও বুেেদ্ধর উপদেশ মেনে চলার জন্য হিতোপোদেশ দেন।
উল্লেখ্য, ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় প্রায় আড়াই হাজার বছর আগে মহাউপাসিকা বিশাখা ২৪ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা রঙ করে কাপড় বুনে তা সেলাই করে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) দান করে এই কঠিন চীবরদানের সূচনা করেন। এ পদ্ধতিতে দান করলে কায়িক, বাচনিক ও মানসিকভাবে অধিক পরিশ্রম হয় এবং অধিকতর পূণ্যলাভ হয় বলে বৌদ্ধ শাস্ত্রে উল্লেখ আছে। পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ বৌদ্ধ ধর্মীয় গুরু পরিনির্বানপ্রাপ্ত সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) রাঙামাটি জেলার লংগদু উপজেলার তিনটিলা বনবিহারের ১৯৭৪ সালে কঠিন চীবর দানোৎসবের পুনঃপ্রবর্তন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ