উন্নত খাদ্য এবং উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত -এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিলাইছড়তে নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ছাত্রীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে সংস্থাটির পক্ষ থেকে পুষ্টি বিষয়ক সেশন পরিচালনা ও এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিআরএলসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা। এসময় এসএমসি সদস্য রবার্ট বম ও সাংবাদিক অসীম চাকমা এবং শিক্ষক রিবেং চাকমা, ময়না চাকমা, প্রণয় জ্যোতি দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন। পরে তিনজন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে একটি র্যালীর আয়োজন করা হয়।