বিলাইছড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে হিল ফ্লাওয়ারের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

Published: 16 Oct 2025   Thursday   

উন্নত খাদ্য এবং উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত -এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিলাইছড়তে নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের  আয়োজনে  বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ছাত্রীদের অংশ গ্রহণে  কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে সংস্থাটির পক্ষ থেকে পুষ্টি বিষয়ক সেশন পরিচালনা ও  এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিআরএলসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা। এসময় এসএমসি সদস্য রবার্ট বম ও সাংবাদিক অসীম চাকমা এবং শিক্ষক রিবেং চাকমা, ময়না চাকমা, প্রণয় জ্যোতি দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন। পরে তিনজন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে একটি র‌্যালীর আয়োজন করা হয়।

সভায় বক্তারা কৈশরকালীন পুষ্টিকর খাদ্য গ্রহণসহ স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ ও বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন। 
প্রসঙ্গত, রাঙামাটি পার্বত্য জেলার বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন( এমজেএফ)  এর সহযোগিতায় পার্টনারশিপ ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএইচটি রিজিয়ন (পিআরএলসি) প্রকল্পটি বিলাইছড়ি উপজেলায় বাস্তবায়নের কাজ চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত