• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    ইইউ’র অর্থায়নে বিলাইছড়িতে নগদ অর্থ সহায়তা পেল ১৭৯ পরিবার                    ৮৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু                    রাঙামাটিতে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান                    রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু                    চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে নিজস্ব লিপিতেই প্রকাশের দাবি ২৪ বিশিষ্ট নাগরিকের                    বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু                    রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ                    জুরাছড়ি বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    রাঙামাটি জেলা পরিষদের সদস্য দুমদুম্যায় কমিউনিটি ক্লিনিক পরির্দশন                    খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১০                    রাঙামাটিতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্নহত্যা                    বিশ্ব খাদ্য দিবসে বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের আলোচনা সভা                    পরিবেশ রক্ষায় বরকলে আনসার ও ভিডিপি সদস্যদের ৭২০০ গাছ রোপণ                    বরকলে ছোট হরিণা জোনের উদ্যোগে সহায়তা প্রদান                    হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত                    জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবী                    নানিয়ারচরে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ইউপিডিএফ সদস্য আটক                    পাহাড়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ও উন্নয়ন চাই-পার্বত্য উপদেষ্টা                    
 
ads

রাঙামাটির বরকল,কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান প্রার্থী ৩০ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2021   Tuesday

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির বরকল, কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলার  ১০টি ইউনিয়নের প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রচার-প্রচারনা মঙ্গলবার শেষ হয়েছে। 

 

জানা গেছে, জেলার ৩টি উপজেলায় ১০টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৩০জন। পাহাড়ি এলাকা গুলো  নির্বাচনী পোস্টারে  ছেঁয়ে গেছে আনাচে-কানাচে । শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে নিজেদের ভোট চেয়ে প্রচার-প্রচারণা শেষ করে নিচ্ছেন প্রার্থীরা। এবার বরকল উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে বরকল ইউনিয়নে স্বতন্ত্র  প্রার্থী  হিসেবে লড়ছেন নন্দ বিকাশ চাকমা ও আওয়ামীলীগ প্রার্থী  প্রভাত কুমার চাকমা। আইমাছড়া  ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী নাসির উদ্দীন মহারাজ, স্বতন্ত্র  প্রার্থী সুবিমল চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী  ইউসূফ আলী, ছোট হরিণা ইউনিয়নে  আওয়ামীলীগ থেকে কোন প্রার্থী না দিলেও স্বতন্ত্র  প্রাথী  হিসেবে লড়ছেন  বিনয় কৃঞ্চ চাকমা, বর্তমান চেয়ারম্যান নীলা ময় চাকমা, জনলাল চাকমা, সঞ্চয় মনি চাকমা ও শুভলং ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী ও বর্তমান চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা, আওয়ামীলীগ প্রার্থী পবিত্র চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী  আবুল কালাম। বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী  হিসেবে লড়ছেন ভদ্রসেন চাকমা, স্বতন্ত্র প্রার্থী  হিসেবে সুনীল কান্তি দেওয়ান, মিঠুন তংচংগ্যা, ফারুয়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী বিদ্যালাল তংচংগ্যা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাথোয়াই মারমা, নির্মল তংচংগ্যা, জীবন বিকাশ তংচংগ্যা ও  কেংড়াছড়ি ইউনিয়নে আওয়ালীগ প্রার্থী রামাচরণ মারমা(রাসেল মারমা),  স্বতন্ত্র প্রার্থী  হিসেবে টিপু চাকমা, সমতোষ চাকমা ও  বর্তমান চেয়ারম্যান অমরদ্বীপ চাকমা। কাপ্তাই উপজেলার মধ্যে  কাপ্তাই ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী  প্রকৌশলী আব্দুল লতিফ, স্বতন্ত্র প্রার্থী  হিসেবে মহিউদ্দীন পাটোয়ারী বাদল। রাইখালি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সুইচ প্রæ চৌধুরী রুবেল, স্বতন্ত্র প্রার্থী  হিসেবে এনামুল হক, মং ক্যজাই প্রæ মরামা ও ওয়া¹া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী  ও বর্তমান চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যা, স্বতন্ত্র প্রাথী হিসেবে আপাই মারমা।

 

জানা গেছে, বরকল উপজেলায় ৪টি ইউনিয়নের মধ্যে বরকল, ছোট হরিণা,  আইমাছড়া ও শুভলং ইউনিয়ে  ইউনিয়নে মোট ভোটার হচ্ছে ২৪ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৯১৮ ও মহিলা ১১ হাজার ৫৬১। বিলাইছড়ি উপজেলার ৩টি  ইউনিয়ের মোট ভোটার হচ্ছে ১৯ হাজার ৩৩৭ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ১২৯ ও মহিলা ৯ হাজার ২০৮জন। কাপ্তাই উপজেলার ৩টি ইউনিয়ের মধ্যে  কাপ্তাই,রাইখালী ও ওয়া¹া ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৩১ হাজার ৯৮১  জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৩জন ও মহিলা ১৪ হাজার ৯৭৮জন।

 

এদিকে বরকল উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দীন জানিয়েছেন নির্বাচনের এক দিন আগে গতকাল হেলিসর্টির মাধ্যমে বরকল ইউনিয়নের দুর্গম এলাকার বড় হরিণা ইউনিয়নের ৪টি ও আইমাছড়া ইউনিয়নের ৩টি নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জাম পৌছে দেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ