পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া ৪০ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার মেগা প্রকল্পের আওতায় ৪০ হাজার সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আওতায় আনার উদ্যোগ গ্রহন করা হয়েছে। সেনাবাহিনীর মেশিনারিজ টুলস এসব সোলার প্যানেল সরবরাহ করবে। খুব শীঘ্রই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করবে।
মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নাগরিক সমাজের পক্ষ থেকে সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এতে অন্যান্যও মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কমকতা শরিফুল ইসলাম, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, উপজেলা আওয়ামিলীগের সাধারন গিয়াস উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বাঘাইছড়ি উপজেলায় ১ কোটি ৫৫ ল ৫০ হাজার টাকার ব্যায়ে উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন করা পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান। পরে বাঘাইছড়ি প্রেসকাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি। এসময় প্রেসকাব প থেকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে সন্মাননা স্বারক প্রদান করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা আরো বলেন, পাহাড়ের দূর্গম অঞ্চলে যারা বসবাস করেন তারা বিদ্যুতের অভাবে সরকারের ডিজিটাল সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় তারা মোবাইল ফোন, টিভি, ইন্টারনেট সেবা দুরের কথা তারা সরকারের সকল উন্নয়ন মূলক কাজ সম্পর্কে তারা জানতে পারছেন না। তাই সোলার প্যানেলের মাধ্যমে তাদের টিভি, ফ্রীজ, ইন্টারনেট ব্যাবহার নিশ্চিত করা হবে। তবে একটি বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে কোন মধ্যসত্য ভোগী যেন অনৈতিক ও অর্থনৈতিক কোন সুবিধে নিতে না পারে। যে এলাকায় বিদ্যুৎ রয়েছে সেখানে কোন সোলার প্যানেল দেওয় হবে না। কেবলমাত্র দূর্গম অঞ্চলের মানুষেরা এ সকল সুবিধা পাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.