স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাঙামাটিতে শ্রদ্ধাভরে স্মরণ করলো সর্বস্তরের মানুষ।
স্বাস্থ্য বিধি মেনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পমাল্য অর্পণ করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এসময় জেলা আওয়ামীলেিগর নেতৃবন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগ প্রধান কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসনের প থেকে জেলা প্রশাসনক মোহাম্মদ মিজানুর রহমান ভেদভেদীতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের সূচনা করেন। এছাড়া পুস্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.