জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা মহিলা আওয়ামীলীগ।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্টিত হয়।
জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামলীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চিংকিউ রোয়াজা, মহিলা লীগের সাধারণ সম্পাদক মহিতা দেওয়ান, মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, ভাস্কর্য ও মূর্তি নিয়ে একটি ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার ল্েয স্বাধীনতা বিরোধী একটি চক্র আজ মাথা চাড়া দিতে চাচ্ছে। কিন্তু বাংলার জনগণ কখনোই তা সহ্য করবে না। জাতির পিতা বঙ্গবন্ধুকে অবমাননা করা মানে স্বাধীনতা এবং বাঙালি হিসেবে নিজেদের অস্তিত্বে আঘাত হানা। তাই জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.