রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে গাজাসহ একজনকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তির নাম মোঃ মাহবুল আলম(৩৬)। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে শহরের সিও অফিস এলাকা থেকে তাকে গাজাসহ গ্রেফতার করা হয়।
জানা যায়, সোমবার রাতে রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে অভিযান চালিয়ে তাকে শহরের সিও অফিস এলাকা থেকে গাজাসহ মাহবুল আল কে আটক করা হয়। এতে রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের নেতৃত্বে অভিযানে অংশ গ্রহন করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি অফিসেরউপ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন,সালা উদ্দিন,সিপাই মোঃ ফখরুল ও গাড়ি চালক মিরাজমহ অন্যান্যরা।
রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, গাজাসহ আটকৃত মোঃ মাহবুল আলম এর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা
হয়েছে।
তিনি আরো জানান,দীর্ঘ দিন ধরে তাকে আমরা নজরদারিতে রেখেছি। গেল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ আমার সোর্স গিয়ে তাকে গাজাসহ হাতে নাতে গ্রেফতার করি। আসামী মাহবুব আলম নিজে একজন মাদক সেবনকারী ও বিক্রেতা বলে এলাকাবাসী সাক্ষ্য প্রমান দিয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে রাঙামাটিতে। রাঙামাটি মাদক মুক্ত করতে সকলের সহযোগিতার প্রয়োজন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.