বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পার্বত্যাঞ্চলে গরীব ও অসহায় জনসাধারনের কর্মসংস্থান তথা আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে বলে মন্তব্য করেছেন ৪৫বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল ফরহাদ হারুণ চৌধুরী।
বুধবার বরকল জোন (৪৫বিজিবি) এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় দুটি সমবায়কে অনুদান হিসেবে ছাগল বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বরকল জোন(৪৫বিজিবি) এর অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বরকল ইউনিয়ন ৯নং ওয়ার্ডে শিলকাটাছড়া স্কুল টিলা ও শিলকাটাছড়া বটগাছ টিলা দু’টি গ্রামে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমবায় খামার প্রকল্পের জন্য ২১টি করে মোট ৪২টি ছাগল বিতরণ করেন।
অন্যদিকে,বরকল জোন (৪৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসকারী স্থানীয় গরীব ও অসহায় জনসাধারণের মাঝে প্রতিমাসে নিয়মিত আর্থিক অনুদান, গৃহ নির্মাণ সামগ্রী, সেলাই মেশিনসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
বরকল জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল ফরহাদ হারুন চৌধুরী আরো বলেন, সঠিক পরিচর্যার মাধ্যমে সমবায় খামার দু’টি ভবিষ্যতে বৃহৎ আকার ধারণ করবে। স্থানীয় গরীব ও অসহায় জনসাধারনের কর্মসংস্থান তথা আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী হতে বিশেষ ভূমিকা রাখবে। বরকল জোন (৪৫ বিজিবি) এর পক্ষ থেকে সর্বদাই সকল ধরনের সহযোগিতা প্রদান পূর্বের ন্যায় অব্যাহত থাকবে প্রতিশ্রুতি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.