সারাদেশের বুধবার থেকে রাঙামাটিজেলায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা(এইচএসি) শুরু হয়েছে এবার এ জেলায় একটি মাদ্রাসসহ রাঙামাটিতে দশ কেন্দ্র থেকে মোট ৫ হাজার ২৫৬ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
অন্যদিকে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবার জেলার মোট দশ কেন্দ্রের মধ্যে রাঙামাটি সরকারি কলেজে ৯৮১, রাঙামাটি মহিলা কলেজে ১০৫৫, শিজক কলেজে ২৩২, কাউখালী কলেজে ৫৯১, রাজস্থলী কলেজে ৪৩৫, কাচালং কলেজে ৫৩০, কাপ্তাই কর্ণফুলি কলেজে ৭৭৪, বিএম ইনস্টিটিউট রাঙামাটি ৩৩০ এবং রাঙামাটি সিনিয়র মাদ্রাসা কেন্দ্র ৪৬ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.