হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৪তম বার্ষিকীতে শুক্রবার খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,আলোচনা সভায় হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমার সভাপতিত্বে ও মায়ারণী চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সংগঠক অংগ্য মারমা ও প্রকাশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা দপ্তর সম্পাদক লিটন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক সমর চাকমা।
সভা থেকে বক্তারা তদন্ত ও শুনানীর নামে কালক্ষেপন না করে চিহ্নিত অপহরণকারী ও তার গংদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান। একই সাথে বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে খুন, গুম, অপহরণ, নারী নির্যাতন, বিনা বিচারে হত্যাসহ সকল অন্যায়-অবিচার বন্ধ করে জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.