করোনা মোকাবেলায় খাগড়াছড়িতে গৃহবন্দি, কর্মহীন ও অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অব্যহত রেখেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা।
বুধবার সরকারী ছুটির দিন হলেও স্লুইট গেইট সংলগ্ন নিজ বাড়ীতে কয়েকটি অসহায় ও কর্মহীন পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন তিনি। তবে এসব ত্রাণ কখনো সরকারী ফান্ড আবার কখনো ব্যাক্তিগত পক্ষ এ ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন।
ত্রাণ বিতরনের সময় শতরূপা চাকমা এ প্রতিবেদককে জানান বুধবার ত্রি-স্মৃতি বিজরিত বুদ্ধ পূর্ণিমা, মহামতি গৌতম বুদ্ধ এই দিনে জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বান প্রাপ্ত হন। এই দিনে কয়েকটি অসহায় কর্মহীন দুস্থ পরিবারকে এ খাদ্য সহায়তা দিতে পেরে নিজেকে আনন্দিত বোধ করছি। তিনি বলেন সরকারী ছাড়া ও নিজের উদ্যোগেকে যতদুর সম্ভব অসহায় কর্মহীন দুস্থদের ত্রাণ সহায়তা দিয়ে সহযোগীতা করার চেষ্টা করি। এ ত্রাণ সহায়তা অব্যহত থাকবে বলে ও জানান তিনি।
শতরূপা চাকমা আরো জানান,আমরা জনপ্রতিনিধি তাই সরকারের হয়ে দুর্গম এলাকার অসহায় কর্মহীন ও দুস্থদের খবর নেওয়া ও তাদের সহাযোগীতা করা আমাদের দায়িত্ব। তাই তারই আলোকে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা পরামর্শে অসহায় কর্মহীন ও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এ ত্রাণ সহায়তা অব্যহত থাকবে বলেও জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.