করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি রাঙামাটিতে কর্মহীন ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সামাজিকভাবে ত্রাণ সহায়তা দিচ্ছে, স্থানীয় স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাঙামাটির মেয়ে প্রমী খীসার সমন্বয়ে সহায়তার হাত বাড়চ্ছেন, মানবতাবাদী শিক্ষার্থী, সমাজসেবী, বিত্তবানসহ বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তি।
সোমবার সকালে পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের মাধ্যমে রাঙামাটি পৌর এলাকার রাজদ্বীপে ৩৫ এবং কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী পাড়ায় ৩০ পরিবারকে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রির মধ্যে ছিল ১০ কেজি করে চার, সোয়াবিন তেল, আলু, লবণ ও শুটকি। রাজদ্বীপে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক যুগান্তরের রাঙ্গামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, সভাপতি প্রগতি খীসা, রাজদ্বীপ শান্তিশৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক পূর্ণ বিকাশ চাকমা, রাঙ্গামাটি কালচারাল ইন্সটিটিউশনের ব্যবস্থাপনা পরিচালক সচিব চাকমা নবীন ও ত্রাণ পরিচালনার সমন্বয়কারী প্রমী খীসা প্রমুখ। এরপর সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ১শ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে বলে জানান সংগঠনটির কর্মকর্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.