রাঙামাটি পৌর এলাকার প্রায় ১৩’শ পরিবারের ঘরে ঘরে পার্বত্য মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধকৃত ত্রাণ সহায়তা পৌছে দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
বুধবার সকালে রাঙামাটি কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর এলাকার কর্মহীনদের হাতে ত্রাণের খাদ্যশষ্য তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এম পি।
রাঙামাটি জেলা আওয়ামীলীগ, পৌর ও ওয়ার্ড আওয়ামীলীগের সহযোগীতায় এ ত্রাণ সহায়তা রাঙামাটি পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন প্রায় ১৩ শত লোকের মধ্যে বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মোহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় দীপংকর তালুকদার এমপি ঘরে ঘরে খাদ্যশষ্য পৌছে দেয়ার জন্য পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুটি শ্রমিক সংগঠনের হাতে খাদ্যশষ্য তুলে দেন।
--হলিবডি২ি৪/সম্পাদনা/সআির.