করোনা ভাইরাস প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্থ ১০ হাজার দুস্থ পরিবারকে সহায়তা করার কর্মসূচি হাতে নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বৃহষ্পতিবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউজস্থ প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গনে এ কর্মসূচি উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মোট ১শ পরিবারকে সহায়তা বিতরণ করা হয়।
পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রত্যেক পরিবার ১০ কেজি চাল, ডাল, তৈল, লবন, আলূ সহায়তা দেয়া হবে। একই দিনে জেলার মহালছড়ি উপজেলা, মাটিরাঙ্গা উপজেলা, পানছড়ি উপজেলায় দুস্থ, কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.