নারী পুরুষের বৈষম্যহীন সমাজ গড়ি,পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করি-এ শ্লোগানকে বুধবার বরকলে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
বরকল উপজেলায় মহিলা সমিতি ও হিলউইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত প্রধান অথিতি ছিলেন জনসংহতি সমিতি উপজেলা শাখার সভাপতি উৎপল চাকমা। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা সমিতির সভাপতি শকুন্তলা চাকমার সভাপতিত্বে বক্তব্যে উপজেলা জেএসএস সহসভাপতি মনোজ চাকমা জেলা যুব সমিতির সহ সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুচরিতা চাকমা সদস্য নতুন শোভা চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদ বরকল থানা শাখার সভাপতি ইতিময় চাকমা।
এর আগে উপজেলার খেলার মাঠ থেকে র্যালী শুরু করে র্যালীটি বাজার এলাকা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হলে আলোচনা সভা করা হয়। র্যালী ও আলোচনা সভায় মহিলা সমিতি,হিলউইমেন্স ফেডারেশন,যুব সমিতি,পিসিপি ও মডেল উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.