রোববার রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট ইউনিট লেভেল অফিসার আজরু উদ্দিন সাফদারের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বালুখালি ইউনিয়নের সূবর্ণ গার্ডেনে দিন ব্যাপী পূণর্মিলনী অনুষ্ঠানে প্রায় ৩০০ সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধূরী ভূট্টোর সভাপতিত্বে দিনব্যাপী পূণর্মিলনীর অনুষ্ঠানের ইউনিটের কার্যনির্বাহী কমিটির সেক্রেটারী ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের আজীবন সদস্য, বার্ষিক সদস্য, যুব স্বেচ্ছা সেবক, কর্মকর্তা ও কার্মচারীরা অংশ গ্রহন করেন।
পূর্নমিলনী অনুষ্ঠান শেষে খেলাধূলার পর্ব ছাড়াও শিশুদের জন্য দুটি, মহিলাদের জন্য একটি ও পুরুষদের জন্য একটি সহ মোট ৪টি ইভেন্টসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী পূণর্মিলনী অনুষ্ঠানের ইউনিটের চলমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.