বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে নারী প্রতি সহিংসতা প্রতিরোধে মঙ্গলবার রাঙামাটিতে ওয়ান বিলিয়ন রাইজিং-এর ক্যাম্পইনের আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে এই ধরনের অনুষ্ঠান এটাই প্রথম।
মোনঘর আবাসিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যতিক্রমধর্মী নাচের মাধ্যমে নারী প্রতি সহিংসতা প্রতিরোধের দাবী জানায়। আয়োজিত নাচে মোনঘর আবাসিক বিদ্যালয়ের ১৪ ভাষাভাষি সম্প্রদায়ের প্রায় ২৫ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানে নারী নেত্রী মুক্তা শ্রী চাকমা সাথী, নুকু চাকমা, মোনঘর আবাসিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিশির চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্যোক্তা নারী নেত্রী মুক্তা শ্রী চাকমা সাথী ও নুকু চাকমা জানান, এ ধরনের আয়োজন পার্বত্য চট্টগ্রামে প্রথম। এই অনুষ্ঠান আয়োজন করার অন্যতম করার কারণ হল এ অঞ্চলে নারীরা সহিংসতার শিকার হচ্ছে। সচেতনা সৃষ্টি লক্ষে এ ক্যাম্পেইনের আয়োজন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.