রাঙামাটির সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাষ্ট এন্ড হেল্প`-ইয়ুথের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার ইয়ুথের উপদেষ্টা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ এর অফিস কক্ষে সম্মাননা প্রদানকালে ইয়ুথ পরিবারের সহ-সভাপতি পিংকি মজুমদার, পরিচালক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রুপেশ বড়–য়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়নে ইয়ুথের কার্যক্রম সত্যিই প্রসংশনীয়। এতে করে শিশুরা শিশুকাল থেকেই শিক্ষার পাশাপাশি মানসিকভাবে প্রশান্তিও পাবে। তিনি ইয়ুথের ন্যয় সমাজের বিত্তবানদের সকল সুবিধা বঞ্চিত শিশুদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.