রাঙামাটিতে আয়োজিত তিন দিনব্যাপী প্রথম পার্বত্য বই মেলা রোববার শেষ হয়েছে।
‘পার্বত্য বই মেলা হোক সুস্থ সংস্কৃতি চর্চা আন্দোলন ও মানবিক বিকাশের মাধ্যম’ স্লোগান নিয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত সমাপনী দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাকমা ভাষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি ইন্টুমণি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপণীতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদক হাফিজ রশীদ খান, পার্বত্য বই মেলা উদযাপন কমিটির আহবায়ক ইন্দ্রদত্ত তালুকদার ও রাঙামাটি সরকারি কলেজের সহাকারী অধ্যাপক বিপম চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন, অতিথিরা। এরপর নাটক মঞ্চায়িত হয়। মেলায় স্থানীয় ১০টি সংগঠন ও প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.