আইজপি একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গী ও সন্ত্রাসীদের ধরন পাল্টেছে। তাই জঙ্গী ও সন্ত্রাসীদের ধরার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। পুলিশ সদস্যদের যারা এ প্রশিক্ষণ শেষ করবে তাদের জঙ্গী ও সন্ত্রাসীদের ধরতে বা দমন করতে আরো সহজ হবে। জঙ্গী ও সন্ত্রাসীদের দমন করা পুলিশের কাজ তাই এ প্রশিক্ষনের প্রয়োজনীয়তা অপরিসীম।
শনিবার খাগড়াছড়িতে এপিবিএন পুলিশের স্পেশালাইজড(কমান্ডো) ট্রেনিং সেন্টার উদ্ধোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবিপিএন খাগড়াছড়ির সহকারী কমান্টডেন্টএডিশনাল এসপি হ্লাচিংপ্রু, এপিবিএনএর অতিরিক্ত ডিআইজি আওরঙ্গজেব মাহবুব, হেড কোয়াটারের ট্রেনিং এন্ড স্পোর্টসের এডিশনাল ডিআইজ ড.খন্ডকার মহি উদ্দিন, চট্টগ্রামের বিভাগের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। এছাড়া খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃমজিদ আলী পিবিএম সেবা,অতিরিক্ত পুলিশ সুপার হ্লা চিং প্রু-সহ সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে খাগড়াছড়ি পানখাইয়া পাড়া এপিবিএন এলাকায় এ ট্রেনিং সেন্টারের উদ্ধোধন করেন আইজপি একেএম শহীদুলহক পিবিএমবিবিএম।উদ্ধোধনীর পর পুলিশের স্পেশালাইজড প্রশিক্ষন কেন্দ্র ও প্রশিক্ষনের মাঠ এবং প্রশিক্ষণ অংশ বিশেষ ঘুরে দেখেন।
প্রথম ব্যাচ হিসেবেএ খানে ৩ জন এএসপি থেকে শুরু করে কনস্টেবলসহ বিভিন্ন র্যাঙকের ৪৫ জন পুলিশ সদস্য এ প্রশিক্ষনে প্রশিক্ষন নেবেন বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.