করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে ও পরিবেশ দূষণমুক্ত করতে সেনাবাহিনীর রাঙামাটি রিজিনের পক্ষ থেকে শনিবার শহরের প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি রাস্তায় ঔষুধ মিশ্রিত পানি ছিটানো হয়েছে। পাশাপাশি গরীব লোকজনদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সকালের দিকে রাঙামাটি রিজিয়নের জিটুআইসি মেজর মহিউদ্দীন ফারুকী ও ২০ বীর-এর মেজর হাবিবুল্লাহ খানের নেতৃত্বে শহরের ভেদভেদী, বনরুপা, কলেজ গেইট, রিজার্ভ বাজার, তবলছড়ির প্রধান সড়কসহ বিভিন্ন পাহাড় ও মহল্লার সড়কে জীবানুনাশক পানি ছিটানো হয়েছে। এসময় মাইকিং এর মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লোকজনদের সচেতন থাকার জন্য আহ্বানও জানানো হয়।
অরপদিকে রাঙামাটি রিজিয়নের জিটুআইসি মেজর মহিউদ্দীন ফারুকীর নেতৃত্বে কলেজ গেইটসহ বিভিন্ন এলাকায় বসবাসরত ১শ দিন মজুর ও গরীব লোকজনদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.