• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে সাংবাদিকদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন                    পাহাড়ে শিশু উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা                    ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য ক্রীড়া মন্ত্রনালয়ের আর্থিক অনুদান প্রদান                    উক্যছাইং-কে চোখের জলে শেষ বিদায় জানাল মাবাবা,স্বজন ও পাড়বাসীরা                    বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্বরণে রাঙামাটিতে ৩২টি গাছের চারা রোপণ                    নিহত মাইলষ্টোন স্কুলের শিক্ষার্থী উক্যছাইং মারমার নিথর মরদেহ রাঙামাটিতে পৌছেছে                    ৭২ এর সংবিধান ধর্মের সাথে ধর্মের, জাতির সাথে জাতির সাথে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছিল -নাহিদ ইসলাম                    এনসিপির সভার কারণে যানবাহন চলাচলে বন্ধে এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষোভ                    মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরী করতে হবে                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়েছে-পররাষ্ট্র উপদেষ্টা                    অপহরণের আট দিন পর কাউখালীতে পোলট্রি খামারী মামুনের বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার                    পার্বত্য চুক্তির পর সেনাবাহিনী নিরবিচ্ছিন্নভাবে পার্বত্যাঞ্চলের শান্তি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে                    নানান আয়োজনে রাবিপ্রবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন                    বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দু’জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু                    রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু                    হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    
 
ads

রাঙামাটিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2019   Wednesday

বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার উদ্যোগে রাঙামাটিতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে “দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সংবাদ মাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সনাক কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য মুজিবুল হক বুলবুল। অতিথির বক্তব্যে দেন চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদ। সনাকের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সনাকের সহ সভাপতি এস এম মঈন উদ্দিন, সনাক সদস্য গৌরিকা চাকমা, এঞ্জেলা দেওয়ান,চাঁদ রায়,সত্রং চাকমা, রঞ্জিত দেব নাথ। সভা সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা। মতবিনিময় সভায় গনমাধ্যম প্রতিনিধিদের মধ্যে মোহাম্মদ সোলয়মান, হিমেল চাকমা, সাধন বিকাশ চাকমা, হেফাজত সবুজ, এনভিল চাকমা,ফাতেমা জান্নাত মুমু, মহুয়া জান্নাত মণি, শংকর হোড়, জাহেদা বেগম প্রমুখ সহ প্রায় ৩৫ জন আলোচনায় অংশগ্রহণ করেন।

 

স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য মুজিবুল হক বুলবুল বলেন সনাক রাঙামাটি পার্বত্য জেলায় শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ইত্যাদি ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের মাধ্যমে সেবার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং এর ধারাবাহিকতায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন। তিনি উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে করণীয় সম্পর্কে মতামত প্রদানের জন্য অনুরোধ করেন।

 

টিআইবি এরিয়া ম্যানেজার পাউয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সনাক এর কার্যক্রম উপস্থাপনায় বলেন,সনাক এডভোকেসির ফলে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার এর ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তনগুলো হয়েছে এবং সেগুলো অন্যান্য উপজেলার এমপ্লিপাই করার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষ চিঠি ইস্যু সংক্রান্ত এবং আরটিআই সম্পর্কিত অভিজ্ঞতা বর্ননা করেন।


অতিথির বক্তব্যে দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ এ কে এম মকছুদ আহমেদ সনাক এর কার্যক্রম প্রশংসা করে বলেন টিআইবি সরকারের বিরুদ্ধে কাজ করেনা। তারা সরকারের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো চিহ্নিত করে সরকারের সহযোগিত করছে। তিনি পৌরসভা এবং জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর কার্যক্রম নিয়ে অনুসন্ধানী প্রদিবেদন করার জন্য গণমাধ্যম কর্মীদের তিনি অনরোধ জানান।


মুক্ত আলোচনায় গণমাধ্যম কর্মীদের সনাক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সনাক সদস্যরা। গণমাধ্যমকর্মীরা সনাক কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও জোড়দার করতে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা স্থানীয় সরকার সেক্টরে ইতিবাচক পরিবর্তন করতে সংশ্লিষ্ট দপ্তর বিশেষ করে জেলা পরিষদ এর সাথে এডভোকেসি করার অনুরোধ জানান। পাসপোর্ট অফিস এবং তথ্য অধিকার সম্পর্কিত কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

 

সনাক এর পক্ষ থেকে বলা হয় দুর্নীতিবিরোধী কার্যক্রমে গণমাধ্যমকর্র্মীদের ভুমিকা অগ্রগন্য। দুর্নীতিবিরোধী কার্যক্রমে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানানো হয়।। এছাড়াও পাসপোর্ট, নিয়োগ দুর্নীতি এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক অব্যবস্থপনা, দুর্নীতি ও তথ্য অধিকার আইন তথা তথ্য কর্মকর্তার নাম টাঙিয়ে রাখা ইত্যাদি নিয়ে বক্তারা আলোচনা করেন। তারা মত প্রকাশ করেন যে, এ সব বিষয়ে সাধারণ জনগনকে সচেতনতার জন্য সনাক-রাঙামাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সনাক সদস্যরাও এ ক্ষেত্রে গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।



সভায় সমাপনী বক্তব্যে সনাক সভাপতি  অমলেন্দু হাওলাদার বলেন সনাক মূলত অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে চাপ প্রয়োগকারী গোষ্ঠীহিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। গনমাধ্যমও একই ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সনাক ও গনমাধ্যমকর্মীরা যৌথভাবে কাজ করবে বলে প্রত্যাশা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ