জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী। বক্তব্যে দেন সহকারী সিভিল সার্জন ডাঃ বিনোদ শেখর চাকমা, দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
সভায় বক্তারা বলেন, জ্ঞান, সচেতনতা ও আর্থিক অসচ্ছলতার কারণে শিশুরা অপুষ্টিতে ভুগছে। তাই সমাজের সর্বস্তরের মানুষের মাঝে পুষ্টি, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বিষয়ে আরো বেশ মনোযোগী হতে হবে। আর সঠিক পুষ্টির মাধ্যমে শিশু পেতে পারে সঠিক মানসিক বিকাশ, বুদ্ধি ও শারীরিক সুস্থতা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.