• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডিজিটাইজেশন হলে পার্বত্যাঞ্চলে ভূমি ব্যবস্থাপনা সমাধান সহজ হবে-পার্বত্য উপদেষ্টা                    ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    
 
ads

রাঙামাটিতে বর্ষপূর্তির আলোচনা সভায় জনসংহতি সমিতির নেতৃবৃন্দ
পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018   Sunday

পার্বত্য চুক্তির ২১তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে রোববার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

আলোচনা সভায় বক্তারা  সরকারের সদিচ্ছা না থাকায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায় হয়নি দীর্ঘ ২১ বছরেও। পার্বত্য  চুক্তি  বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে একটা সংকটময় অবস্থায় বিরাজ করছে, মাথাচাড়া দিয়ে উঠেছে চুক্তি বিরোধীরা।  বক্তারা চুক্তি বাস্তবায়নে গড়িমসি না করে চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের  জন্যে সরকারের কাছে দাবী জানান। অন্যথায় সরকারকে তার খেসারত দিতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

 

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় জনসংহতি সমিতির জেলা শাখার সহ-সাধারন সম্পাদক নতুন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনসংহতির সহ-সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য গুণেন্দু বিকাশ চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা,সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা। বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতা অরুন ত্রিপুরা ও হিল ইউমেন্স ফেডারেশনের নেত্রী রীনা চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন জনসংহতি সমিতির বরকল উপজেলা নেতা শ্যাম রতন চাকমা।

 

আলোচনা সভায় বক্তারা পার্বত্য চুক্তি বাস্তবায়নে কালক্ষেপন করার অভিযোগে সরকারের তীব্র সমালোচনা করে আরো বলেন, সরকারের সদিচ্ছা না থাকায় এবং ভেতরে বাইরে নানা ষড়যন্ত্রের কারণে গত ২১ বছরেও পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হতে পারেনি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে অথর্ব করে রাখা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সংগতি বিধানকল্পে পার্বত্য চট্টগ্রামে প্রযোজ্য আইনগুলো সংশোধন করা হয়নি। উপরন্তু পার্বত্য অঞ্চলে জুম্ম জনগণের ওপর চলছে শাসকগোষ্ঠীর দমনপীড়ন, নির্যাতন, অবিচার। 

 

ক্ষোভ প্রকাশ করে বক্তারা  বলেন, শাসকগোষ্ঠীর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, চরম দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলীয়করণ, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের অসদিচ্ছা ও অনীহা, পার্বত্য চুক্তি ও জুম্ম স্বার্থবিরোধী সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচার ও ভূমি বেদখল, মিথ্যা মামলা, দমনপীড়নে আজ জুম্ম জনগণ গভীরভাবে শঙ্কিত।

 

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, সরকার চুক্তির মৌলিক বিষয়গুলোর মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন ও তিন পার্বত্য জেলা পরিষদ আইনের সাথে সঙ্গতি বিধানকল্পে পুলিশ এ্যাক্ট, পুলিশ রেগুলেশন ও ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ইত্যাদিসহ পার্বত্য চট্টগ্রামে প্রযোজ্য অন্যান্য আইন সংশোধন করা হয়নি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ সম্বলিত বিশেষ শাসনব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি।

 

পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় একটা সংকটময় চলছে উল্লেখ করে তিনি বলেন, জনসংহতি সমিতি সদিচ্ছা নিয়ে ও খোলা মন নিয়ে চুক্তি করেছে। কোন তৃতীয় পক্ষ ছাড়াই চুক্তি করা হয়েছে। তাই চুক্তি বাস্তবায়নে এখনো সময় আসে।  আমাদেরকে দুরে সরিয়ে দেবেন না। সময় পুড়িয়ে গেলে অনেক দুরে যাবে।

 

অপরদিকে পার্বত্য শান্তিচুক্তির ২১ বর্ষপূর্তি উপলক্ষে  পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সম্মেলন কক্ষে আঞ্চলিক পরিষদের সদস্য ডা. নীলু কুমার তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিষদের মুখ্যনির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা, সদস্য হাজি মো.কামাল উদ্দিন,বিশিষ্ট ব্যক্তি চাঁদ রায়, ইউসুফ আলম,সাধুরাম ত্রিপুরা প্রমুখ।তারা দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ