• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডিজিটাইজেশন হলে পার্বত্যাঞ্চলে ভূমি ব্যবস্থাপনা সমাধান সহজ হবে-পার্বত্য উপদেষ্টা                    ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    
 
ads

প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকার দায়ে উচ্ছেদকৃত পরিবারের মাঝে
মহালছড়িতে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2018   Friday

প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকার দায়ে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে উচ্ছেদকৃত পরিবারের মাঝে  শুক্রবার ত্রাণ বিতরন করলেন মহালছড়ি উপজেলা প্রশাসন।

 

বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা।

 

মহালছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে বসতভিটা ছেড়ে উপজেলার মুবাছড়ি ইউনিয়নের খুলারাম পাড়া উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া অর্ধ শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল, তৈল, মশারী ও শুকনা খাবার বিতরন করা হয়। 

 

ত্রাণ বিতরনকালে বসতভিটা ছেড়ে আসা ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ইউপিডিএফ এর লোকেরা অস্ত্র শস্ত্র নিয়ে এসে তাদেরকে ভিটে বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে দেয়। বসত বাড়ি ছেড়ে না গেলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। ভিটেবাড়ি ছেড়ে যেতে না চাইলে কয়েকটা পরিবার মারধরেরও শিকার হন বলে অভিযোগ করেন।

 

 বেতছড়ি গ্রামের পুরাতন পাড়ার বাসিন্দা মিন্টি চাকমা ও কতুকছড়ি থেকে আসা বিনতা চাকমা জানান, প্রাণের ভয়ে তিনি এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে। তাদের এখন ছেলে-মেয়েদের নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

 

এদিকে বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী লিজা চাকমা অভিযোগ জানায়, ২১ এপ্রিল মডেল টেষ্ট পরীক্ষা শুরু হবে। এ অবস্থায় সে পরীক্ষায় অংশ গ্রহন করা মোটেও সম্ভব নয়। ফরেস্ট অফিস এলাকার আদর্শী চাকমা জানান  তার ছেলে ওপেন চাকমা পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা দেবে। এ অবস্থায় থাকলে সময়মতো পরীক্ষা দিতে না পারলে তাঁর ছেলের ভবিষ্যত যে কি হবে তা তিনি ভেবে পাচ্ছেন না। তিনি রা এ পরিস্থিতি উত্তরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। 

 

এ বিষয়ে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা বলেন, এ ধরণের ঘটনা খুবই দুঃখ জনক। খুন, অপহরণ, হুমকি-ধামকি দিয়ে নিজ বসত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, এ ধরণের কাজ পৃথিবীর সবচাইতে জঘন্যতম কাজের চাইতে আর কি থাকতে পারে? পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনের নামে যারা এ ধরণের ন্যাক্কারজনক কার্যকলাপ করে যাচ্ছে, তাদের অচিরেই জনসাধারণের সম্মূখে জবাবদিহি করতে হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

 

উল্লেখ্য, গেল ১১ এপ্রিল নানিয়ারচর উপজেলার ফরেস্ট অফিস এলাকায় ইউপিডিএফ’র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর থেকে এম এন লারমা গ্রুপের জেএসএস ও প্রসীত পন্থী ইউপিডিএফ’র মধ্যে হামলা পাল্টা হামলার চরম আকার ধারণ করে। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ১০ জনের অধিক কর্মী ও সমর্থক নিহত হন। এরই রেশ ধরে বিভিন্ন এলাকায় কর্মী ও সমর্থক পরিবারগুলোর উচ্ছেদের ঘটনা ঘটতে থাকে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ