বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর খাগড়াছড়ি জেলার প্রশিক্ষণ কর্মকর্তা সুখেন্দু বিকাশ ত্রিপুরা (৫৭) মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তিনি বয়োবৃদ্ধা মা, স্ত্রী, এক কন্যাসন্তান, চার ভাই, তিন বোনসহ অসংখ্য স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেলে জেলা সদরের জোরমরম এলাকায় পারিবারিক শ্মশানে তাঁকে দাহক্রীড়া সম্পন্ন হয়েছে।
প্রয়াত সুখেন্দু বিকাশ ত্রিপুরা, জেলার বিশিষ্ঠ শিক্ষানুরাগী প্রয়াত সুরেন্দ্র ত্রিপুরার সেজ সন্তান এবং বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার স্ত্রীর বড় ভাই (সম্বন্ধী)।
সুখেন্দু বিকাশ ত্রিপুরা প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, সাধারন সম্পাদক বিভীষুৎ ত্রিপুরা (সুকান্ত), জেলা পরিষদ সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু করেন।
তাঁর মৃত্যুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক জুয়েল চাকমা এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি নুরুল আজম পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.