প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে স্ট্যাটাসের মাধ্যমে হত্যার হুমকী দেয়ার অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় নেতা চৌধুরী ইয়াদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে রাঙামাটিতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার শ্রমিকলীগের রাঙামাটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জালোয়া বাদী হয়ে কতোয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।
মামলার বাদী কাজী মোহাম্মদ জালোয়া জানান, বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে বিএনপি’র কেন্দ্রীয় নেতা চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী তার ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী ও প্রাণনাশের হুমকী রয়েছে। তাই একজন সচেতন নাগরিক হয়ে রাঙামাটি কতোয়ালী থানায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জালোয়া বাদী হয়ে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে রাঙামাটি কতোয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের-২০০৬ সংশোধীত ২০১৩ এর ৫৭ ধারায় মামলা দায়ের করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.