মঙ্গলবার সুষম উন্নয়ন ও দুনীতি মুক্ত ইউনিয়ন গড়ার শপথ নিয়েছেন জুরাছড়ি উপজেলার চার ইউপি চেয়ারম্যান ও ৪৮ জন ইউপি সদস্যরা।
জুরাছড়ি সদর ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুরাছড়ি সদর ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা। এ সময় লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ানসহ স্থানীয় কার্ব্বারী, সাবেক ও নব-নির্বাচীত সংরক্ষিত-সাধারণ ওয়ার্ড সদস্যগণ, ইউনিয়ন ডিজিটেল সেন্টারের কর্মকর্তাা সুমন্ত চাকমা ও সুমন জ্যোতি চাকমা উপস্থিত ছিলেন।
বনযোগীছড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রথম সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, বনযোগীছড়া মৌজার প্রবীন হেডম্যান করুনা ময় চাকমা, জনসংহতি সমিতির ভূমি বিষয়ক সম্পাদক রনজিত দেওয়ান,প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধি, সেচ্চা সেবী সংগঠণের প্রতিনিধি, সাবেক ও নব-নির্বাচিত ইউপি সদস্যগণ, ইউপি সচিব বিনয় জ্যোতি চাকমা উপস্থিত ছিলেন।
মৈদং ইউনিয়ন পরিষদে প্রথম সভায় সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান বরুন তালুকদার। সভায় ইউপি সচিব সুমন চাকমার সঞ্চলনায় নব নির্বাচিত চেয়ারম্যান সাধনা নন্দ চাকমাসহ সাবেক ও নব নির্বাচিত সংরক্ষিত-সাধারণ ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
দুমদুম্যা ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যানদের ক্ষমতা হস্তান্তর ও প্রথম সভায় প্রধান অতিথি ছিলেন নব নিবাচিত চেয়ারম্যান শান্তি রাজ চাকমা।সভায় বিদায়ী চেয়ারম্যান তরুন মনি চাকমা সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব বিসম্ভর চাকমার ধারা সঞ্চলনায় পরিসংখ্যান কর্মকর্তা সুভাষ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্ব্বাারী, বিদায়ী ও নব নির্বাচিত সংরক্ষিত-সাধারণ ইউপি সদস্যরা।
এসব সভায় নব নির্বাচিত জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা চেয়ারম্যান ও সংরক্ষিত-সাধারণ ওয়ার্ড সদস্যরা সুষম উন্নয়ন ও দুনীতি মুক্ত ইউনিয়ন গড়ার শপথ গ্রহন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.