বান্দরবানের লামা উপজেলার টিটিএন্ডডিসি এলাকার সরকারী জায়গা স্থানীয়দের কর্তৃক অবৈধ দখলমুক্ত করতে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার বিকাল চার টায় লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেক মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, লামা উপজেলা পরিষদের সরকারী জায়গা একাধিক ব্যক্তি দখল করে নিজস্ব স্থাপনা নির্মাণ করে আসছে। টিটিএন্ডডিসি এলাকায় নুরু মিয়া পিতা লাল মিয়ার দোকান নির্মাণ ও আব্দুল হামিদ পিতা কালু মিয়ার নতুন বসতবাড়ি নির্মাণকালে সরকারী জায়গা দখলমুক্ত করতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়া হয়। এতে মোবাইল কোর্ট পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেক মাহমুদ।
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার লামা পৌরসভার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া মসজিদ সংলগ্ন একাধিক অবৈধ দখলদারকে তাদের স্থাপনা সরিয়ে নিতে তাগিদ দেয়া হয়েছিল।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, সরকারী জায়গায় থাকা অবৈধ দখলদারদের ধাপে ধাপে উচ্ছেদ করা হবে। অবৈধ দখলদাররা যতই প্রভাবশালী হউক না কেন তাদের উচ্ছেদ করে উপজেলা প্রশাসনের জায়গা পুনরুদ্ধার করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.