রাঙামাটি পৌরসভার বিদায়ী পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো বলেছেন, বিগত ৫বছরে দায়িত্ব পালনের সময় রাঙামাটি পৌরসভার উন্নয়নের জন্য সাধ্যমত চেষ্টা করেছি। পৌরসভার টেক্স থেকে যে আয় হয় তা দিয়ে উন্নয়ন করার চেষ্টা করা হয়েছে। আগামীতে এ পৌরসভায় যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য যাতে বোঝা হয়ে না দাড়াঁয় সেই জন্য এ বিদায়ী পৌর পরিষদ কারোর কাছ থেকে কোন ঋণ রেখে যাচ্ছেন না। বরং রাঙামাটি পৌরসভার উন্নয়নের জন্য ১শ ৫০কোটি টাকার অনুমোদনকৃত প্রকল্প রেখে যাচ্ছি।
শনিবার সন্ধ্যায় রাঙামাটি পৌর মেয়র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে বিদায়ী মেয়র সাইফুল ইসলাম ভূট্টো এসব কথা বলেন।
এসময় পৌর কাউন্সিলর কালায়ন চাকমা,হেলাল উদ্দীন, নেয়াজ আহমেদ, ধীরেন্দ্র চাকমাসহ অন্যান্য বিদায়ী কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
আগামী পৌর পরিষদের জন্য অনুমোদনকৃত অনেক প্রকল্প রেখে যাচ্ছি উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড(বিএমডিএফ) থেকে অডিটোরিয়াম, মার্কেট,হোটেল কাম-কমিউনিটি সেন্টার,পৌরসভার পিছনের রিটার্নিং ওয়াল, কালিন্দীপুর ও হ্যাপি মোড়ের রাস্তাসহ মোট ১কোটি ৭৩ লাখ টাকা, আরবান গভর্মেন্স ইনফ্রাক্টচার ইনপ্রুপমেন্ট প্রোগ্রাম(ইউজিআইআইপি-৩) থেকে ৯০কোটি টাকা,পৌর ভবনের জন্য ২কোটি ৮৯ লাখ টাকা, যা ইতোমধ্যে টেন্ডারের কার্যাদেশ প্রদান করা হয়েছে। গুরুত্বপূর্ন নগর অবকাঠামোর জন্য ২কোটি ১৫ লক্ষ টাকা। ফিসারী বাঁধ প্রকল্পের জন্য(সিম্বল অব রাঙামাটি) যার প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি টাকা। বর্তমানে পরিকল্পনা মন্তদ্রনালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া জরবায়ু ফান্ড থেকে প্রস্তাবিত প্রাক্কলন ৪কোটি টাকা। আশাকরি এসব কাজ আগামী মার্চের দিকে শুরু হবে।
তিনি বলেন, গত ২০১১ সালের ১৮ফের্রুয়ারী পৌর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের পর গত ৫ বছরের সবাইয়ের সাথে সুসম্পর্ক রেখে রাঙামাটি পৌরসভাকে পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে সাধ্যমত উন্নয়নের কাজ করার চেষ্টা করেছি। তবে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। সেজন্য যা করতে পারিনি তা আমার ব্যর্থতা। এসব ব্যর্থতার দায়ভার আমি স্বীকার করে নিলাম।
তিনি বলেন, এ পৌরসভা থেকে বিদায় নিলেও নতুন পরিষদে যারা আসবেন তারা যদি মনে করে থাকেন আমার সহায়তার প্রয়োজন আমি সবসময় তাদের যে কোন কাজের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি। নতুন পৌর পরিষদের মেয়র একজন তরুন বয়সী। তিনি অনেক মেধা ও প্রজ্ঞার অধিকারী। তিনি তার মেধা ও উদ্যোমকে কাজে লাগিয়ে রাঙামাটি পৌরসভাকে একটি সুন্দর আধুনিক পৌরসভা হিসেবে তুলতে পাবেন বলে দৃঢ় বিশ্বাস রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.