আসন্ন বান্দরবান পৌর সভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার মেয়র পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাধারণ (পুরুষ) ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩০ জন। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮জন।
জানা যায়, বান্দরবান সদর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ প্রার্থী ইসলাম বেবী, বিএনপি’র প্রার্থী জাবেদ রেজা (বর্তমান পৌর মেয়র), জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান বিপ্লব।
সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩০জন। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮জন।
এর মধ্যে বান্দরবান সদর পৌরসভার ১নং ওয়ার্ডে শামসুল ইসলাম, আবুল খায়ের, ফরিদুল আলম, সুকুমার চন্দ্র শীল। ২নং ওয়ার্ডে আবদুল শুক্কুর, মো: আলী। ৩নং ওয়ার্ডে অজিত কান্তি দাস, ফোরকান, মহরম আলী, জসিম উদ্দিন। ৪নং ওয়ার্ডে দিলীপ কুমার বড়ুয়া, রাজু কর্মকার, মো: সোলাইমান। ৫নং ওয়ার্ডে মংমংসিং মার্মা, থুইসিং মার্মা। ৬নং ওয়ার্ডে সৌরভ দাস শেখর, আইয়ুব খান। ৭নং ওয়ার্ডে ইউসূফ আলী শিকদার, শামসুল হক সামু, শামীম হোসেন, মো: জলীল। ৮নং ওয়ার্ডে হাবীবুর রহমান খোকন, সাইদুল আলম, জাফর উল্লাহ। ৯নং ওয়ার্ডে মো: সেলিম রেজা, মো: শাহজাহান, মো: ফরিদুল আলম, মো: আবুল কালাম, পরিমল দাশ, মো: মনসুর আলম সাগর।
পৌর নির্বাচনে বান্দরবান সদর পৌরসভার ১নং (১,২ ও ৩নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩জন প্রার্থী। এরা হলেন, উজলা তঞ্চঙ্গ্যা, ফেরদৌস আক্তার, খুরশিদা আক্তার। ২নং (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। এরা হলেন, সালেহা বেগম ও শাহিনা আক্তার। ৩নং (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) সংরক্ষিত আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩জন প্রার্থী। এরা হলেন, জোহরা বেগম, রাহিমা বেগম ও গীতা রাণী দে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.