• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    
 
ads

চাকরী সংক্রান্ত বৈষম্যর বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2015   Thursday

টাইমস্কেল গ্রেড বাতিল, উপজেলা পর্যায়ে হস্তান্তরিত বিভাগসমূহের  বেতন ও অন্যান্য  বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়াম্যানের  স্বাক্ষর এবং চাকরী সংক্রান্ত বৈষম্যর  বিরুদ্ধে  বৃহস্পতিবার রাঙামাটিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি,নন নন-ক্যাডার, ফাংশনাল  সার্ভিসেস`র জেলা ও   সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি কৃষি সম্প্রসারন অধদিপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রকৃচি-বিসিএস সমন্বয়  কমিটি,নন নন-ক্যাডার, ফাংশনাল  সার্ভিসেস জেলা  শাখার সভাপতি ও রাঙামাটি কৃষি সম্প্রসারন অধদিপ্তরের উপ-পরিচালক  রমনী কান্তি চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন,প্রকৃচি-বিসিএস সমন্বয়  কমিটি,নন নন-ক্যাডার, ফাংশনাল  সার্ভিসেস জেলা জেলা শাখার সাধারন সম্পাদক এবং রাঙামাটি সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ফরেদৌস  কবির,সংগঠনের  জেলা  শাখার সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র উপজেলা মৎস্য র্কমর্কতা মুহাম্মদ মনরিুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ  বিভাগীয় বন র্কমর্কতা মোঃ সালা উদ্দীন আহমেদ,,রাঙামাটি সরকারী কলেজের সহকারী অধ্যাপক ত্রিবিজয় চাকমা, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এডিডি  তপন কুমার পাল ও উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা মোঃ নুরুল আবসার প্রমুখ। এছাড়া রাঙামাটি জেলার  ও সদর উপজেলার সরকারী বিভিন্ন বিভাগের কমর্কতারা সভায় অংশ নেন।

সভায় বক্তারা ৬ দফা দাবী দাবী জানান। সেগুলো হল কৃত্য পশোভত্তিকি জনপ্রশাসন গড়ে তোলা, সিলেকশন গ্রেডে ও টাইস্কেলে পুর্নবহাল,আন্তঃক্যাডার বৈষম্য নিরসন,সকল ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল  সার্ভিসেস-এ পদোন্নতির সমান সুযোগ,উপজলো পরিষদে ন্যস্ত  বিভাগসমূহের বাতিল ও অন্যান্য  বিলে উপজেলা নির্বাহি কর্মকর্তার স্বাক্ষর  বাতিল এবং উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে  সকল বিভাগের  সর্বোচ্চ বিভাগের  র্কমর্কতাদের সমান পদমর্যাদা দেয়া।

সভায় বক্তারা বলেন, উপনেবিশক শাসন ব্যবস্থায় দখলীয় রাস্ট্রে শাসন ও শোষন  চালিয়ে নেয়ার জন্য আমলাতান্ত্রকি ব্যবস্থা  অপরিহার্য হলেও স্বাধীন  এবং গণতান্ত্রিত শাসন ব্যবস্থায়  দেশের উন্নয়নের স্বার্থে  পেশাজীবিদেরকে মূল্যায়ন করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন ধারা বাধাগ্রস্থ করতে একটি  বিশেষ মহল পেশাজীবিদেরকে রাস্তায় নামতে বাধ্য করছে। বক্তারা পেশাজীবিদের উপর চলমান  বিভিন্ন বৈষম্য  তীব্র  প্রতিবাদ করেন  এবং ৬ দফা দাবীর বিষয়টি  সহানুভূতির সাথে  দেখার  জন্য সরকারের প্রতি অনুরোধ জানানা।

বক্তারা পে-কমিশন বাস্তবায়ন হলে প্রায় সর্বস্তরের কর্মকর্তা ও  কর্মচারী ক্ষতিগ্রস্থ হবেন।  তাই সকলে একতাবদ্ধ হয়ে টাইস্কেল/সিলেকশন গ্রেড বহালসহ ৬ দফা দাবী আদায়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।  বক্তারা ৬ দফা আদায় না হওয়া  পর্ষন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুসারে কর্মসূচি  অব্যাহত  রাখার ঘোষনা দেন। পাশাপাশি র্কমসূচী চলমান রাখার জন্য  সকলের সহযোগীতা কামনা করেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ