বান্দরবানে গত এক সপ্তাহ ধরে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় ঘটেছে। বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। কেন বিদ্যুৎ নেই তারও কোন সঠিক কোন জবাব মিলছে না বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্তৃপক্ষের কাছে। জানা যায়, বান্দরবান শহরে গত এক সপ্তাহ ধরে ভরীবর্ষনে জনজীবন অচল হয়ে পড়ে। তার মধ্যে পুরো সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রক্ষিত মাছ ও মাংসসহ সব চিনিস পত্র নষ্ট হয়ে গেছে। এছাড়াও বিদ্যুতের অভাবে মোবাইলে চার্জ না থাকায় বান্দরবানের প্রায় মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে। যার ফলে কারো সাথে প্রয়োজনীয় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও বিদ্যুৎ না থাকায় স্থানীয় সংবাদ কর্মীরা গত এক সপ্তাহ ধরে সংবাদ প্রেরনে হিমশিম খাচ্ছে।
বালাঘাটার বাসিন্দা আব্দুস শুক্কুর, আব্দুল মালেক, আব্দুল আজিজসহ অনেক জানান,বিদ্যুৎ বিভাগের লোকজন ইচ্ছে করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছে। মানুষের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যপারে যোগাযোগ করা বান্দরবান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, দোহাজারীতে বিদ্যুতের একটি যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে কেব নাগাদ তা ঠিক করা হবে তার উত্তর তােদর জানা নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.