• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    
 
ads

সরকার পার্বত্য চট্টগ্রামে শিক্ষা যোগাযোগ, উন্নয়নে সবসময় আন্তরিক--প্রধানমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2015   Tuesday

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সরকার পার্বত্য চট্টগ্রামে শিক্ষা যোগাযোগ, উন্নয়নে সবসময় আন্তরিক। তিনি বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে আমরা যখন শান্তি চুক্তি সম্পাদন করছিলাম তখন বিএনপি-জামায়াত জোট হরতাল দিয়ে তা বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল না হওয়ায় এটিকে বানচাল করার জন্য বহু চেষ্টা করেছে। তিনি  আরও বলেন,আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর পাহাড়ের জনগনের যোগাযোগ ও উন্নয়নের যে অভুত সাধিত হয়েছে তার সুফল এখন পার্বত্যবাসী ভোগ করছে।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সর্বোচ্চ সড়ক বান্দরবানের থানচি-আলীকদম সড়ক উদ্ধোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

উদ্ধোধনকালে এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি  ছাড়াও সেনাবাহিনীর চট্রগ্রামের এরিয়া কমান্ডার শফিক, বিভাগীয় কমিশনার, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী পিএসসি,ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহেদ, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, সেনাবাহিনীর প্রকৌশল শাখার উচ্চ পদস্থ কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সড়ক ও জনপথ বিভাগের যুগ্ন সচিব মোঃ সফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ৩৫ কিলোমিটার থানচি-আলীকদম সড়কের উদ্ধোধন করেন। 

প্রধানমন্ত্রী আরও বলেন, বৈরি আবহাওয়ার কারনে  বান্দরবান আসতে না পারলেও অতি অল্প সময়ের মধ্যে তিনি বান্দরবান সফর করবেন। তিনি দেশের সুউচ্চ  থানছি-আলীকদম সড়কটি কষ্ট ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে কাজটি সম্পন্ন করায় সেনাবাহিনীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন,এ সড়কটি উদ্বোধন হওয়ার ফলে যেমন পর্যটকসহ এলাকার জনগন উপকৃত হবে তেমনি সীমান্তবর্তী জনপদে অভুত পুর্ব উন্নয়ন সাধিত হবে। 

পার্বত্য  প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি  প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, বান্দরবানের জনগন চির দিন আপনার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকবে। তিনি বান্দরবানে একটি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র প্রয়োজনের কথা উল্লেখ করলে প্রধানমন্ত্রী তা গ্রহন করে অচিরেই তা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

উল্লেখ্য ১২০ কোটি টাকা ব্যায়ে সেনাবাহিনীর প্রকৌশল শাখা ১৬ ও ১৭ ইসিবি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে থানছি-আলীকদম সড়কটি কের। সড়কটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উচ্চতা হওয়া কারনে দেশের তথা দক্ষিন এশিয়ার উচ্চতম সড়কে  পরিণত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ